পুশ ইনকৃত ব্যক্তিরা হলেন জাকারিয়া (১৯) সাতক্ষীরা জেলার সদর থানা শ্রীরামপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও জেসমিন (৩৭) জাকির হোসেনের স্ত্রীর। তারা সম্পর্কে মা ও ছেলে।
আরও পড়ুন:
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, কাজের সন্ধানে দালারের মাধ্যমে ১ বছর ৬ মাস আগে অবৈধভাবে ভারতে যান তারা। সেখানে বসবাস করছিলেন তারা সপ্তাহ খানেক আগে তাদেরকে তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সীমান্তে নিয়ে আসে।
পরে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র এবং অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে তাদের নাগরিকত্ব সঠিক হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





