তবে এর আগে নিহতের স্বজনরা হাসপাতালের নার্স ও স্টাফদের ওপর হামলা এবং হাসপাতালটিতে ভাঙচুরের চেষ্টা চালান বলে পাল্টা অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ইবনে সিনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। স্টাফদের মারধরে ৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সিলেট এয়ারপোর্ট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জের তানিম আহমদ এক নামের এক যুবক। তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ১২ দিন আগে সেখান থেকে তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। কিন্তু মঙ্গলবার বিকালে তিনি মারা যান।
এদিকে, তানিমের স্বজনদের অভিযোগ- ডাক্তারের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা-ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষ নানা টালবাহানা করেছেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর ইবনে সিনায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তানিমের স্বজনরা ইবনে সিনা হাসপাতালের ডিউটি চিকিৎসক, নার্স ও স্টাফদের ওপর হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন।
পরে হাসপাতালটির স্টাফরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে নিহতের স্বজনদের ওপর চড়াও হন এবং হামলা চালিয়ে তাদের হাসপাতাল থেকে বের করে দেন। এরপর তারা রাস্তায় এসেও নিহতের স্বজনদের লাঠিসোটা দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে নিহতের ৫ স্বজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।





