আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী
সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী | ছবি: সংগৃহীত
0

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন চলমান রেখেছেন বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) ডাক দেয়া হয়েছে সকাল-সন্ধ্যা হরতালের।

তবে দিনের শুরু থেকেই হরতাল ছিল একেবারেই ঢিলেঢালা। মহাসড়ক গুলো অবরোধ করার কথা থাকলেও সেখানে দেখা যায়নি কোনো নেতাকর্মীকে। বড় গণপরিবহন ছাড়া সড়কে চলছে সব ধরনের যানবাহন। খোলা রয়েছে স্থানীয় সকল রাস্তা এবং দোকানপাট।

আরও পড়ুন:

হরতালের কারণে রাস্তায় গণপরিবহন কিছুটা কম থাকায় সাধারণ যাত্রীরা নানা পন্থায় যাচ্ছেন তাদের গন্তব্যে। দ্রুতই এ সমস্যার সমাধান করার দাবি সাধারণ মানুষের। তবে অনেকেই আসন বহালের দাবির সাথে একমত পোষণ করেছেন।

উল্লেখ্য, গত চার সেপ্টেম্বর বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই নানা রকম আন্দোলন কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গল ও বুধবার সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত আধা-বেলা হরতাল কর্মসূচি পালন করা হবে।

ইএ