পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ছবি: এখন টিভি
1

পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলার ফরিদপুর উপজেলার, খাগরবাড়িয়া ৯ নম্বর ওয়ার্ডে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় খাগরবাড়িয়া এলাকার রজব মন্ডলের ছেলে জিয়ারুল (৩) ও মাসুদুর রহমানের মেয়ে জামেনা (২) তারা দুই আপন চাচাতো ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে এলাকাবাসী পানিতে খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এবং পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এএইচ