যৌথবাহিনী জানায়, মাত্র কয়েক ঘণ্টার অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং এটা এ পর্যন্ত সর্বোচ্চ লুটের পাথর জব্দ করার ঘটনা।
আরও পড়ুন:
গেলো ১৩ আগস্ট মধ্যরাত থেকে সিলেটের সাদাপাথর পর্যটন এলাকার লুণ্ঠিত পাথর উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়ে এখনও চলমান রয়েছে। এর আগে, ১৪ আগস্ট সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট করা হয়।
উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা চলছিল। সম্প্রতি এ বেপরোয়া লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে। বিষয়টি সামাজিক ও প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে।





