আজ (সোমবার, ১৬ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে সকালে ট্রেনযোগে জয়পুরহাট থেকে কুষ্টিয়ায় আসেন রাশেদুল। এরপর বটতৈল মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





