ঈদের ছুটি শেষে মুখরিত কুয়াকাটা

পর্যটন  মুখর কুয়াকাটা
পর্যটন মুখর কুয়াকাটা | ছবি: সংগৃহীত
0

ঈদের ছুটি শেষের দিকেও পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি রয়েছে। দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সৈকত। বাণিজ্যিকভাবে গতিশীল রয়েছে দেশের দ্বিতীয় সামুদ্রিক পর্যটন নগরী।

পূর্ণিমার প্রভাবে ফুঁসে উঠা সমুদ্রের ঢেউ আর তীব্র গরম উপেক্ষা করেই সমুদ্র স্নানে ব্যস্ত সবাই। অনেকে ভিড় করছেন কুয়াকাটা সৈকত-সংলগ্ন দর্শনীয় স্পষ্টে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে কাজ করছেন একাধিক বাহিনীর সদস্যরা।

ইতোমধ্যে ওখানকার দুই শতাধিক হোটেল-মোটেল রিসোর্টের ৮০ থেকে ৯৫ শতাংশ বুকিং হয়ে গেছে। সব প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানে বেচাবিক্রি বেড়েছে। বাণিজ্যিকভাবে গতিশীল রয়েছে পর্যটন নগরী কুয়াকাটা।

ইএ