চন্দ্রায় মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা চূড়ান্ত নিষ্পত্তির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ (শুক্রবার, ২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরে যেতে বলে। এতে শ্রমিকরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় পুলিশ সদস্যরা লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে আধাঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাহমুদ জিন্স লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তালেব জানান, কারখানাটি শ্রম আইন অনুযায়ী গত বছরের ১০ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিজেএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করবে শ্রম মন্ত্রণালয়। কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



এনএইচ