শীতলক্ষ্যায় ট্রলারডুবির শঙ্কায় যাত্রীদের নদীতে ঝাঁপ

নদীতে ঝাপ দেয়ার চিত্র
নদীতে ঝাপ দেয়ার চিত্র | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এমভি আখতার হোসেন-১ নামে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কার শঙ্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৯ মে) দুপুরে নগরীর টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারটিতে আনুমানিক ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল বলে জানা যায়। ঘটনার পরপরই পাশের অন্য ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক জানিয়েছেন, ‘জাহাজের সাথে ধাক্কা লাগার শঙ্কায় যাত্রীরা নদীতে ঝাঁপ দিয়েছে। তবে এরপরই যাত্রীদের উদ্ধার করা হয়। তবে কেউ নিখোঁজ থাকার সংবাদ পাওয়া যায়নি। কেউ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে অভিযান চালানো হবে।’

এসএস