জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ( ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ দুপুরে শহরের ফৌজদারি মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) জামালপুর শাখা এই কর্মসূচির আয়োজন করে। এর আগে মিছিলটি নার্সিং কলেজ থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার এক দফা দাবি জানান।