বাদ মাগরিব শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

0

বাদ মাগরিব আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগ তীরে আসতে শুরু করেছেন শূরায়ে নেজামের অনুসারী মুসল্লিরা। এবারই প্রথমবার তিন পর্বে হবে বিশ্ব ইজতেমা।

প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য রাত থেকেই ট্রাকে ও বাসে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

অবস্থান করছেন নিজ নিজ খিত্তায়। এদিকে ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দ্বায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর ৭ হাজারের বেশি সদস্য।

পাশাপাশি ইজতেমার প্রথম পর্বে আয়োজক কমিটির ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে শুরায়ে নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম পর্ব শুরু হচ্ছে আজ মাগরিবের নামাজের পর যা ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ ফেব্রুয়ারি। আর তৃতীয় পর্ব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। যাতে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা।

সেজু