কল সেন্টারে কাজের আগ্রহ হারাচ্ছে তরুণরা
তরুণদের কাছে এক সময়ের লোভনীয় কাজের জায়গা ছিল কল সেন্টার। মূলত সেবাখাত ঘিরে তৈরি হয়েছিল এ খাতে চাকরির সুযোগ। বিদেশি প্রতিষ্ঠানের কল সেন্টার সেবাকেন্দ্র গড়ে উঠেছিল দেশে। তবে উন্নত প্রশিক্ষণের অভাবে খাতটিতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।