কর্পোরেট
0

আহত শিক্ষার্থীর চিকিৎসায় ব্যাংককের টিকেট দিল বিমান

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আহত নাবিল আহম্মেদের চিকিৎসার জন্য একজন অ্যাটেনডেন্ট ও ঢাকা-ব্যাংকক রুটে স্ট্রেচারসহ সৌজন্য টিকেট দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে নাবিল আহম্মেদ বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল (বৃহস্প্রতিবার, ৭ নভেম্বর) বিজি৩৮৮ ফ্লাইটে বিমানের বিশেষ ব্যবস্থাপনায় স্ট্রেচারে করে ঢাকা থেকে ব্যাংককে পৌঁছে দেয়া হয়। অসুস্থতার কারণে ঢাকা ও ব্যাংকক বিমানবন্দরে তাকে স্পেশাল হ্যান্ডলিং প্রদান করা হয়।—প্রেস রিলিজ

এএম