কর্পোরেট
1

বিএসএইচআরএমের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর উদ্যোগে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বিএসএইচআরএমের প্রতিষ্ঠা, মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং স্বাগত জানান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো। মাশেকুর রাহমান খান। তিনি ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসসহ যারা বর্তমান সংকটময় সময়ে দেশের পুনর্গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যে কোনো প্রতিষ্ঠান বা দেশের সকল সম্পদের চালিকা শক্তি হচ্ছে মানবসম্পদ। আমাদের ১৮ কোটি জনসংখ্যার বিশেষত ৪৫% তরুণ জনগোষ্ঠীকে যদি প্রকৃত অর্থে কেবল পুথিগত বিদ্যা নয়, কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ করে তুলতে পারি, তাহলে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব এবং বেকারত্ব ও দারিদ্র্য দূর করা সম্ভব হবে।’

মানবসম্পদ উন্নয়নে বিএসএইচআরএম-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এগুলো হলো, বিশ্বের অন্যান্য দেশের মতো একটি মানবসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা; জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের সাথে বিএসএইচআরএমসহ মানবসম্পদ উন্নয়ন পেশাজীবীদের সম্পৃক্ত করা; কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কার্যকর সংযোগ স্থাপন; জরুরি ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের দ্বারা ধ্বংস করা শিক্ষাব্যবস্থাকে টেকসই, জনবান্ধব, এবং মেধাভিত্তিক করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা এবং একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক শিক্ষাবিদকে দায়িত্ব প্রদান; বিদেশি দূতাবাসগুলোতে মানবসম্পদ পেশাজীবী নিয়োগ করা এবং বিএসএইচআরএমের গ্লোবাল কানেক্টিভিটি সরকার কর্তৃক কাজে লাগানো।

বিএসএইচআরএমের যুগ্ম সাধারণ সম্পাদক মুত্তাকিন হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জি,এম শরীফ, ড. কামাল উদ্দিন জশীম, হুমায়রা শারমীন, মাহবুবুর রহমান।

আলোচনায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো মানবসম্পদ। দেশে যত রকম বস্তুসম্পদ ও সম্ভাবনা থাকুক না কেন, মানুষ যদি এই সম্পদ আহরণ ও উপযোগী করে তুলতে না পারে, তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদ উন্নয়নে সঠিক পদক্ষেপ না নিলে দেশের উন্নয়ন থমকে যাবে। শিক্ষার মান বাড়ানো, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন জরুরি। বক্তারা উল্লেখ করেন, নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনা ও অভিজ্ঞতা নতুন বাংলাদেশের নির্মাণে সহায়ক হবে।

সভায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ মানবসম্পদ পেশাজীবীরা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর