কর্পোরেট
0

ই-স্পোর্টস টুর্নামেন্টে ৩০ লাখ টাকার পুরস্কার জিতেছে প্রতিযোগীরা

দেশের সবচেয়ে বড় মোবাইল ই-স্পোর্টস টুর্নামেন্ট, 'মোবাইল ম্যানিয়া ২০২৪ পাওয়ার্ড বাই এয়ারটেল'-এর গ্র্যান্ড ফিনালে বাংলাদেশের গেমিং জগতকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। 'মোবাইল ম্যানিয়া ২০২৪ পাওয়ার্ড বাই এয়ারটেল' এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি আয়োজন করেছে দেশের অন্যতম ই-স্পোর্টস সংগঠন, ডিসকভারি ওয়ান লিমিটেড। শুক্রবার (১২ জুলাই) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হল-২ এ এই আয়োজন অনুষ্ঠিত হয়।

১ হাজার ৭০০ এর বেশি গেমার তিনটি গেমে মোট ৩০ লাখ টাকার পুরস্কারের জন্য দুই মাসব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দুই মাসের অনলাইন বাছাইপর্ব এবং তীব্র লড়াইয়ের পর, দেশের সেরা গেমাররা ৩০ লাখ টাকার পুরস্কার জিতেছে।

ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং ডিসকভারি ওয়ান লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক সাদাব হোসেন। তারা বাংলাদেশে ই-স্পোর্টসের জন্য তাদের লক্ষ্য নতুন মাইলফলক স্থাপন এবং স্থানীয় গেমিং প্রতিভার উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছেন।

মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে টিম 'কমফোর্ট ক্রাউড', যারা ৫ লাখ টাকার নগদ পুরস্কার জিতেছে। টিম 'কিংসম্যান' দ্বিতীয় স্থান অধিকার করে ২.৫ লাখ টাকা জিতেছে।

কল অব ডিউটি: মোবাইল বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে টিম 'ওয়ান এইচপি', যারা ৪ লাখ টাকার নগদ পুরস্কার জিতেছে, এবং 'এলবিডি রিবর্ন' দ্বিতীয় হয়ে ২ লাখ টাকা জিতেছে।

ই-ফুটবল বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে রায়ান ইসমাইল, যারা ৩ লাখ টাকার নগদ পুরস্কার জিতেছে, এবং আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর দ্বিতীয় স্থান অধিকার করে ১.৫ লাখ টাকা জিতেছে।

চ্যাম্পিয়ন এবং রানার্স আপসহ টুর্নামেন্টের মোট ৪৮টি দল বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছে। সব মিলিয়ে ৩০ লাখ টাকার পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া, এই উপলক্ষে একটি বিনোদন অনুষ্ঠানও আয়োজন করা হয় যেখানে দেশের অন্যতম প্রধান ব্যান্ড আর্টসেল পারফর্ম করেছে।

ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস অনলাইন ভিত্তিক কম্পিউটার বা মোবাইল গেমিংকে বোঝায়। এই ধরনের টুর্নামেন্টগুলো বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলিতে, যা বাংলাদেশের গেমারদের মধ্যেও জনপ্রিয়তা পাচ্ছে। গেমাররা সাধারণত একক বা দলগতভাবে প্রতিযোগিতা করে।

মোবাইল ম্যানিয়া ২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষক ছিল এয়ারটেল এবং অন্যান্য সহযোগী ছিল ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটাল, প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটাল, নোভা ল্যাবস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, কেএসআরএম, ফ্লোরা ওয়েব সার্ভিসেস, পাঠাও পে, পোলার, এবং স্পিড। আয়োজনের অন্যান্য পার্টনার ছিল মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং, লেভেল ৭, এবং জেনেটিক ই-স্পোর্টস।-প্রেস বিজ্ঞপ্তি

এসএস