কর্পোরেট
0

ডিজিটাল মার্কেটিংয়ে নতুন ধারা আনতে ডিসেলসের যাত্রা

দেশের প্রায় প্রতিটি খাতই এখন প্রযুক্তিনির্ভর। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রসারে এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। প্রত্যেক প্রতিষ্ঠানই ঝুঁকছে ডিজিটাল প্লাটফর্মের দিকে। অনেকের পক্ষে প্রতিযোগিতাপূর্ণ বাজারে ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরি সম্ভব হয় না। যদিও কেউ কেউ নিজস্ব জনবল নিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করেন। এতে অফিস ভাড়া, কর্মীর বেতন বাবদ অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয় থাকে। এসব সমস্যার সমাধান আনতেই প্রতিষ্ঠিত হয়েছে ডিসেলস।

আজ (রোববার, ১২ মে) বিশ্ব মা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে যাত্রা শুরু করেছে ডিসেলস।

'ওয়ানস্টপ সলিউশন, থিঙ্ক ডিফ্রেন্ট' স্লোগান ধারণ করে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছে। বিজ্ঞাপন, ডিজিটাল কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং, বিভিন্ন আইডিয়া জেনারেট করে ব্যবসা প্রসারে কাজ করবে ডিসেলস। চারটি উইংয়ের মাধ্যমে সকল সেবা দিয়ে থাকবে ডিসেলস।

অ্যাড নেটওয়ার্ক

অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে একসাথে ৩০ হাজারের বেশি ওয়েবসাইট, অ্যাপ এবং গেমসে বিজ্ঞাপন চালানো যাবে। বিজ্ঞাপনদাতারা পছন্দ ও টার্গেটেড অনুযায়ী গ্রাহকদের সঙ্গে যুক্ত হবে। বিজ্ঞাপনগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর কাজ করবে।

গ্রিন

ক্রিয়েটিভ, স্ট্রাটেজি, মিডিয়া বায়িং থেকে শুরু করে যেকোনো ব্র্যান্ডকে অনলাইনে প্রচার করার সব থেকে বড় মাধ্যম ডিজিটাল প্লাটফর্ম। আর এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করে ক্লায়েন্টের পণ্য বা ব্রান্ডকে ডিজিটাল মাধ্যমে সবার কাছে আকষর্ণীয় করে তুলবে টিম গ্রিন।

আমব্রেলা 

ডিজিটাল ল্যান্ডস্কেপের এই মার্কেটিংয়ে অসংখ্য সুবিধা ও কার্যকারিতার জন্য ব্রান্ড প্রচারণার অন্যতম একটি কৌশল হয়ে উঠছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এর আওতায় দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সরগণ,বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকাদের সাথে ক্লায়েন্টদের যোগাযোগ স্থাপন,তাদের নিয়ে কন্টেন্ট নির্মাণ, অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানির হয়ে তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার কাজগুলো করে পেশাদারিত্ব ও দায়িত্বের সাথে সম্পন্ন করার কাজটিই করবে আমব্রেলা ।

লাইটহাউস 

ব্র্যান্ডের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ও ব্যতিক্রমী ভিডিও কনটেন্ট বানানো, তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মনিটাইজ করা, বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির সামাজিক যোগাযোমাধ্যমগুলোকে দেখভাল করা এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী এসব প্লাটফর্ম থেকে রেভিনিউ বৃদ্ধিতে সহায়তা করা লাইট হাউসের মূল কাজ ।

ইএ