পাবনায় সড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

পাবনার ভাগুড়ায় সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বিকেলে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারবতী রাণী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিংয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের দিয়ারপাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

ভাগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

এএম