আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবিদ্বারের অনেক বড় বড় নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা বাণিজ্য করতো। এ সুযোগ আর কাউকে দেয়া হবে না। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত। আপনাদের সন্তানদের জন্য একটি নিরাপদ দেবিদ্বার গড়তে শাপলা কলি প্রতীককে বিজয়ী করবেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এক সময় এমন হতো সকল প্রশংসা হাসিনার। আর সকল দোষ বিএনপি-জামায়াতের। রানা প্লাজা পড়ে গেছে এটাও বিএনপি-জামায়াতের দোষ। এখন দোষের কাতার থেকে বিএনপি বাদ পড়েছে, কিন্তু জামায়াত এখনো আছে। যেনো আমরা আবার হাসিনার আমলে আছি।’ 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন আমাদের সকলের হাতে যে মোবাইল আছে এবং আমরা বিভিন্ন সংবাদ প্রচার করছি, এটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম। মানুষ এখন আর মিডিয়ার খবর বিশ্বাস করে না। এ মিডিয়ার অনাস্থার দায়ভার মিডিয়ারই।’ 

হাসনাত আবদুল্লাহ সমাবেশে উপস্থিত নারী ভোটারদের বলেন, ‘আমি আপনাদের ছেলে-নির্বাচন দাঁড়িয়েছি, আপনারা আমার জন্য কাজ করবেন।’

উঠান বৈঠকে বক্তব্য রাখেন—খেলাফত মজলিসের মো. মজিবুর রহমান, মো. মোফাজ্জাল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ছিদ্দিকুর রহমান ও হাফেজ মাওলানা সালমান হোসাইন প্রমুখ।

এএম