আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে পুলিশ খবর পেয়ে এ দু’টি টিয়ারশেল উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। এগুলো কীভাবে ওই এলাকায় এলো সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে বলে জানানো হয়।
পুলিশ জানায়, এ টিয়ারশেলগুলো পুলিশ ব্যবহার করে থাকে। উদ্ধার করা টিয়ারশেলের মধ্যে একটিতে সেফটি পিন অক্ষত আছে, অন্যটিতে খোলা রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ আরও জানিয়েছে, স্থানীয় সূত্রের খবর পেয়ে পুলিশের সদর সার্কেল অফিসার মান্না দে সেখানে অভিযান চালায়। নিরাপদে টিয়ারশেল দু’টি উদ্ধার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, টিয়ারশেলগুলো যদিও কোনো সমস্যা সৃষ্টি করবে না, তবে এগুলো সেখানে কিভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বান্দরবান পুলিশ লাইনে বিশৃঙ্খলা সৃষ্টির সময় এগুলো হয়তো সেখান থেকে হারানো গিয়েছিল।





