ভোটের মাঠে নিরাপত্তায় যশোরে বিজিবি মোতায়েন

বিজিবির চেকপোস্ট
বিজিবির চেকপোস্ট | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরসহ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বিজিবি।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে তারা।

আরও পড়ুন:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যশোর ব্যাটালিয়নের আওতায় ৩ জেলার ১৬ উপজেলায় ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।

এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট, ডমিনেশন পেট্রোল, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে হেলিকপ্টার ও বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড।

এএইচ