নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিএনপি-এনসিপির সংঘর্ষ
বিএনপি-এনসিপির সংঘর্ষ | ছবি: সংগৃহীত
1

নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় স্লোগান দেয়া নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যা থেকে এ সংঘর্ষের শুরু হয়। এতে পৌর জামায়াতের সেক্রেটারিসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়ার নলছিরা ফেরিঘাটে পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে স্লোগান দেয়া নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে উভয়পক্ষের থেমে থেমে মিছিল ও সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে একটি ফেরির সঙ্গে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদের শাপলা কলি প্রতীকের ব্যানার টাঙানো হলে স্থানীয় বিএনপি আপত্তি জানায়।

আরও পড়ুন:

পরে শুক্রবার বিকেলে ফেরি উদ্বোধনের পেছনে নিজেদের কৃতিত্ব দাবি করা নিয়ে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তারা পাল্টাপাল্টি স্লোগান দেয়।

একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়।

এসএস