টেকনাফে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে শাশুড়ি মনোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ছেনুয়ারা বেগমের (২২) এর বিরুদ্ধে।

আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে জাহাজপুরা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকের স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে তার পুত্রবধূ ছেনুয়ারা বেগমের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেনুয়ারা ধারালো দা দিয়ে শাশুড়ির ঘাড়ে কোপ দেয় ছেনুয়ারা। এতে মনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পুত্রবধূ ছেনুয়ারা বেগমকে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের হাতলযুক্ত ধারালো দা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

এএইচ