এসময় তিনি ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘নির্বাচনের সময় অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা যাবে না।’ এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে মানুষের হয়রানি বন্ধ করতে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে একই স্থানে বিকেল ৫ টায় নির্বাচনি সমাবেশ করেন বাসদের মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তী। এসময় আগামীর নতুন বাংলাদেশ গড়তে মই মার্কায় ভোট দিতে ভোটারদের আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে মোট প্রার্থী ৬ জন। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন।





