ইনক্রিমেন্ট সুবিধার বিস্তারিত
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী শিক্ষক-শিক্ষিকারা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির (1st Class Masters/M.Ed) জন্য: দুটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন।
দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির (2nd Class Masters/M.Ed) জন্য: একটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট পাবেন।
আরও পড়ুন:
শিক্ষকদের বেতন সুবিধা বাড়লো, কার্যকারিতা ও প্রেক্ষাপট:
গত বুধবার (২৮ জানুয়ারি) জারি করা এই আদেশে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে 'চাকরি বেতন ও ভাতা আদেশ, ২০১৫'-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আদেশটি ১ জুলাই ২০১৫ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর (Retroactively Effective) হবে। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন:





