সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি, কবে থেকে কার্যকর?

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার বিপরীতে অগ্রিম বর্ধিত বেতন (Advance Increments) সুবিধা প্রদানের লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন (Official Gazette) জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পূর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ইনক্রিমেন্ট সুবিধার বিস্তারিত

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী শিক্ষক-শিক্ষিকারা তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।

প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির (1st Class Masters/M.Ed) জন্য: দুটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন।

দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির (2nd Class Masters/M.Ed) জন্য: একটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট পাবেন।

আরও পড়ুন:

শিক্ষকদের বেতন সুবিধা বাড়লো, কার্যকারিতা ও প্রেক্ষাপট:

গত বুধবার (২৮ জানুয়ারি) জারি করা এই আদেশে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে 'চাকরি বেতন ও ভাতা আদেশ, ২০১৫'-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আদেশটি ১ জুলাই ২০১৫ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর (Retroactively Effective) হবে। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সহকারী শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) তথ্য
শিক্ষাগত যোগ্যতা প্রাপ্য ইনক্রিমেন্ট সংখ্যা
প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স০২টি (দুটি) অগ্রিম ইনক্রিমেন্ট
দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স০১টি (একটি) অগ্রিম ইনক্রিমেন্ট
কার্যকর হওয়ার তারিখ১ জুলাই ২০১৫ হতে
আদেশ প্রদানকারী কর্তৃপক্ষমাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

আরও পড়ুন:


এসআর