এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

ভোকেশনাল
ভোকেশনাল | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল (SSC and Dakhil Vocational) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার চূড়ান্ত ফল (Final Result) প্রকাশ করা হয়েছে। গতকাল(বুধবার, ২৮ জানুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল ঘোষণা করা হয়।

একনজরে এসএসসি ও দাখিল ভোকেশনাল ফলাফল ২০২৫

বিষয় (Topic) বিস্তারিত তথ্য (Detailed Information)
ফল দেখার ওয়েবসাইট www.bteb.gov.bd
বিস্তারিত ফল (GPA সহ) ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেখা যাবে।
ফল সংশোধন আবেদন ৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে ভোকেশনাল শাখায় আবেদন করতে হবে।
ডাউনলোড ফরম্যাট পিডিএফ (PDF) ফরম্যাটে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করা যাবে।
ভুল সংশোধনের সময়সীমা সর্বোচ্চ ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

ফল দেখার পদ্ধতি (How to Check Vocational Result)

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) bteb.gov.bd থেকে ফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘চলমান ফল (এসএসসি পর্যায়)’ (Current Result SSC Level) লিঙ্কে ক্লিক করে যে কেউ প্রতিষ্ঠানের ফলাফল পিডিএফ (PDF Format) আকারে ডাউনলোড করতে পারবেন।

বিস্তারিত ফল ও সময়সীমা (Detailed Result and Timeline)

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইট থেকে তাদের জিপিএ (GPA) এবং বিষয়ভিত্তিক লেটার গ্রেডসহ (Subject-wise Letter Grade) বিস্তারিত ফল দেখতে পারবে। এছাড়া কোনো পরীক্ষার্থীর প্রকাশিতফলে কোনো প্রকার ভুল-ত্রুটি থাকলে বা সংশোধনের (Correction) প্রয়োজন হলে, আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় আবেদন জমা দিতে হবে।

আরও ‍পড়ুন:

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা (Instructions for Institutions)

বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত ফল সংগ্রহ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। মূলত নবম শ্রেণির সমাপনী পরীক্ষার মেধা যাচাইয়ের ভিত্তিতেই পরবর্তী ধাপের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন:


এসআর