আটকে পড়া শিশুটির নাম মিসবাহ। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে করছে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।
স্থানীয়রা জানান, আজ বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করছে। পড়ে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধারে যোগ দেয়।
এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়ার শিশু সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় প্রায় ৩২ ঘণ্টা পর।





