প্রভাবশালী মহলের চাপে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না: মাহমুদুর মান্না

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না | ছবি: এখন টিভি
0

প্রভাবশালী মহলের চাপে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা ১৮ আসনের আওতাধীন খিলক্ষেত এলাকায় নির্বাচনি প্রচারণা করার সময় এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘প্রভাবশালী মহলের চাপে অনেক ক্ষেত্রে থানা ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। কোথাও কোথাও মামলা গ্রহণেও গড়িমসি করা হচ্ছে।

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘৫ আগস্টের পর এলাকায় মামলা বাণিজ্য নামে একটি নতুন অপ-তৎপরতা শুরু হয়েছে। নিরীহ মানুষের নামে মামলা দিয়ে পরবর্তীতে নাম বাদ দেয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। তার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় গেলে তাদের বাধা দেয়া হচ্ছে এবং হুমকি দেয়া হচ্ছে। এমনকি নির্বাচনের পর তাদের দেখে নেয়ার হুমকিও দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনের কাছে বগুড়া-২ আসনে প্রচারণায় সরাসরি হামলা ও বাধার প্রমাণিত কিছু অভিযোগ করেও কোনো সাড়া পায়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা ১৮ আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়া, রাজধানীতেও নির্বাচন কমিশনের আইন সরাসরি কেউ মানছে বলে দেখছেন না, প্রকাশ্যে এবং আড়ালে অনেকেই নির্বাচনি আচরণবিধি মানছে না কিন্তু এ নিয়ে কমিশনের তেমন কোন পদক্ষেপও দেখছেন না বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘ক্ষমতা নিয়ে যখন দ্বন্দ্ব তীব্র হচ্ছে তখনই সংঘাতটা দেখা যাচ্ছে, যারাই এসব করছে তারা আবার ঝরেও পড়ছে, মানুষ তাদের পছন্দ করছে না।

তিনি আরও বলেন, ‘বিগত সময়ের মতো গায়ের জোর আর মার্কার জোরকে বড় করে দেখছেনা জনগণ। মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ইএ