ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় হুয়ান ফয়েথ

ইনজুরিতে হুয়ান ফয়েথ
ইনজুরিতে হুয়ান ফয়েথ | ছবি: এখন টিভি
0

আসন্ন ফিফা বিশ্বকাপের দল ঘোষণার আগেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মূল স্কোয়াডে থাকার জোরালো দাবিদার হুয়ান ফয়েথ। চোটের কারণে তার বিশ্বকাপ স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত।

গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলার সময় চোট পান ভিয়ারিয়ালের এ ডিফেন্ডার। ম্যাচের ২৩ মিনিটে পায়ে ব্যথা পান ২৮ বছর বয়সী এ ফুটবলার।

আরও পড়ুন:

কিছুক্ষণের মাঝেই তাকে উঠিয়ে নেন কোচ। পরবর্তীতে জানা যায়, ফয়েথের অ্যাকিলিস হিল টেন্ডন ছিঁড়ে গেছে। গুরুতর এ চোটের ফলে মৌসুমের বাকি সময়ে তার আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ভিয়ারিয়াল ফয়েথের ইনজুরির বিষয় নিশ্চিত করে জানিয়েছে, চোট থেকে সেড়ে উঠতে তার এক বছর সময় লাগতে পারে। ফলে এ সেন্টারব্যাকের বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ বলা চলে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ।

এফএস