জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

আজ (বুধবার, ২৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে, ডিজিএফআইয়ের জেআইসিতে গুম-নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দির ওপর জেরা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

মঙ্গলবার তার সাক্ষ্য শেষে জেরা শুরু হলেও, তা শেষ না হওয়া বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার আছেন ৩ জন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনে পুলিশ। পলাতক ১০ আসামির পাঁচজনই বিভিন্ন মেয়াদে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


এএইচ