সিনেমার গান থেকে অরিজিৎ সিংয়ের বিদায় ঘোষণা

অরিজিৎ সিং
অরিজিৎ সিং | ছবি: সংগৃহীত
1

হিন্দি বা বাংলা— দুই ভাষার দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন অরিজিৎ সিং। শাহরুখ থেকে সালমান কিংবা এ প্রজন্মের বলিউড তারকাদের সিনেমা মানেই যেন অরিজিতের গান। সেই অরিজিৎ সিং সিনেমার গানকে বিদায় জানিয়ে দিলেন। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দেন অরিজিৎ।

ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, প্লেব্যাকশিল্পী হিসেবে এখন থেকে আমি আর নতুন কোনো কাজ করবো না। আমি এটা ছেড়ে দিয়েছি। খুব দুর্দান্ত একটি যাত্রা ছিল।’

তবে অরিজিতের হুট করে নেয়া এমন সিদ্ধান্তের ঘোষণায় অবাক ভক্তকূল। অনেকে তার এ সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তবে সিনেমার গানকে বিদায় বলে দিলেও সংগীতচর্চা চালিয়ে যাবেন অরিজিৎ।

২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে সংগীতে যাত্রা শুরু অরিজিতের। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান। ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমা অরিজিতের ক‌্যারিয়ারের বাঁক বদলে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এসএস