মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না: হাসনাত

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ | ছবি: এখন টিভি
0

মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না—এমন মন্তব্য করে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা–৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘মিডিয়া ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা রাখছে এবং এ ধরনের দ্বিচারিতা জনগণ মনে রাখবে।’

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দেবিদ্বারের বিজলিপাঞ্জার গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করেন, তবে প্রোপাগান্ডাভিত্তিক সাংবাদিকতা ও ভুল ন্যারেটিভ তৈরি করা হলে তা সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি এ ধারা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে মিডিয়ার চরিত্র আরও খারাপ হতে পারে।’

আরও পড়ুন:

এদিন সকাল থেকেই দেবিদ্বারের বিভিন্ন গ্রামে নির্বাচনি প্রচারণা শুরু করেন হাসনাত। প্রচারণাকালে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘চাঁদাবাজি করে নয়, প্রয়োজনে ভিক্ষা করে বা ছোট ব্যবসা করে জীবন চালানো সম্মানের।’ দেবিদ্বারকে চাঁদাবাজদের হাতে তুলে না দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেবিদ্বারে কোনো চাঁদাবাজি থাকবে না।’ চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এনএইচ