মনোনীত প্রার্থীকে কটূক্তি করায় নাটোরে বিএনপি নেতা বহিষ্কার

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
0

নাটোর-১ ((লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কটূক্তি করায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর-১ আসনের ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি পথসভায় জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পরে রঞ্জিত কুমারের সে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আদেশে আজ দুপুরে বিএনপি নেতা রঞ্জিত কুমার সরকারকে দলের সকল পদ সহ স্থায়ীভাবে বহিষ্কার করে। এছাড়া তার সঙ্গে দলের নেতাকর্মীদের সকল যোগাযোগ বন্ধ করার জন্যও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

এএইচ