২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার দিকনির্দেশনা অনুযায়ী ধানের শীষকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে জানান তারা।

আরও পড়ুন:

এছাড়াও অবহেলিত অঞ্চলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান বলছেন স্থানীয় নেতাকর্মীরা। এ সভায় বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে। নির্বাচনি এ জনসভাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

ইএ