নেতাকর্মীরা অন্যায় করলে দল থেকে বহিষ্কার করা হবে: হাবিবুল ইসলাম হাবিব

হাবিবুল ইসলাম হাবিব
হাবিবুল ইসলাম হাবিব | ছবি: এখন টিভি
0

দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খলিলনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় তিনি এ কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে সালতা নদী পুনরায় খনন করে দেবো। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে দেবো না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

এসময় তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ । সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান।’

আরও পড়ুন:

আগের নির্বাচনে এ ইউনিয়নে হাবিবুল ইসলাম বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, ‘এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চাই।’

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এসএস