এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিও বাজারকে অস্থির করে তুলেছে। গত শনিবার তিনি হুমকি দিয়েছেন যে, কানাডা যদি চীনের সাথে কোনো বাণিজ্য চুক্তি করে, তবে দেশটির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৬ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৯ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন:
বিশ্লেষক রস নরম্যানের মতে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। এ সময়ে গড়ে স্বর্ণের দাম দাঁড়াতে পারে প্রায় ৫ হাজার ৩৭৫ ডলার।
রয়টার্সের তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশ। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং এক্সচেঞ্জ–ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রেকর্ড বিনিয়োগ। বিশেষ করে ডিসেম্বরে চীনের স্বর্ণ কেনার ধারা টানা ১৪ মাস ধরে অব্যাহত ছিল।





