এক বছরের প্রস্তুতিতেই ফুটসালে শিরোপা জয়; সাফল্যের গল্প জানালেন ফাহাদ করিম

নারী ফুটসাল জয়ের মুহূর্ত ও বাফুফে সহ-সভাপতি | ছবি: এখন টিভি
0

বিশ্ব ফুটবলে ফুটসালের ধারণা বেশ পুরনো হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি নতুন। মাত্র এক বছর আগে গঠন করা দল নিয়েই চমক দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দল গঠনের পেছনের গল্প-সহ নানা তথ্য জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাত্র এক বছর আগে তৈরি করা দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাফুফে। এখন টিভির সঙ্গে আলাপচারিতায় বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন দল নিয়ে নানা পরিকল্পনার কথা।

এর আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর মেয়েদের ছাদখোলা বাসে বরণ করে নিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। ফুটসাল দলের জন্যেও থাকবে বিশেষ আয়োজন।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা এটি সেলিব্রেট করবো। অবশ্যই এটি বাংলাদেশের সাফল্য। কোনো ব্যক্তি বা ফেডারেশন ইম্পন্ট্যান্ট নয় এটি সাকসেস অব বাংলাদেশ। বাংলাদেশ যখন মহিলা ফুটসালে সাফল্য পায় এটি ডিফারেন্ট। উই উইল ওয়েলকাম দেম উইথ অনার। অবশ্যই তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

টুর্নামেন্টে যাওয়ার আগেই শিরোপার বিষয়ে আশাবাদী ছিলেন ফুটসাল কমিটির চেয়ারম্যান। অনন্য এ সাফল্যের জন্য সাবিনা খাতুনকেও প্রশংসায় ভাসিয়েছেন ফাহাদ করিম।

আরও পড়ুন:

ফাহাদ করিম বলেন, ‘আমি এ বিষয়ে সাধুবাদ দিতে চাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যানকে। তিনি কাউকে ডিসটার্ব না করে ডেডিকেশন নিয়ে ফুটসাল নিয়ে কাজ করেন। তিনি যাওয়ার সময় আমি দেখা করেছিলাম ফুটসালের খেলোয়ারদের সঙ্গে। সে সময় চেয়ারম্যান আমাকে বলেছিলো, “দেখেন আমি খুব কনফিডেন্ট যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হবে।” স্পেশালি আমি সাবিনার কথা বলতে চাই। সাবিনা আমাদের রেয়ার প্লেয়ার, যার ফুটবল এবং ফুটসাল দুটোতেই চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব রয়েছে। জানি না সাউথ এশিয়ার কারও এমন অভিজ্ঞতা আছে কিনা। তবে হ্যান্ডস অফ টু সাবিনা।’

অবশ্য ফুটসালের এ সাফল্য সহজে আসেনি। দল গঠনের পেছনের গল্পও এখন টিভিকে জানান বাফুফের সহ সভাপতি।

তিনি বলেন, ‘কমিটি গঠন করার পর আমরা এএফসিতে খেলার সুযোগ পাই। সে সময় একটি ডিবেট হয় যে আমাদের কোনো প্রস্তুতিই নেই আমরা সেখানে যাব কিনা। এখানেও আমি ক্রেডিট দিতে চাই প্রেজেন্ট চেয়ারম্যানকে, ফুটসাল কমিটির ইমরানকে তারা দুজনে বলেছিলো আমাদের ভঙ্গুর টিম নিয়ে হলেও আমরা যাব। কম সময়ে আমাদের ফুটসাল কমিটি একটি ভালো স্টাফ দেয়। বিভিন্ন দেশ থেকে কোচ এসেছে। সবাই আমরা সাহায্যে করেছি। আমরা চিন্তা করেছিলাম ফুটসাল টুর্নামেন্ট করবো। সে সময়ই সাফের সুযোগ আসে। আমাদের ৩০ থেকে ৪০ দিনের একটি প্র্যাকটিস হয়। মিরপুরে একটি ক্যাম্প আছে সেখানে খেলা হয়। আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যানের নিজস্ব গ্রাউন্ডে নিয়মিত ক্যাম্প হয়েছে।’

শিরোপা জয়ের পর মূল জাতীয় দলের পাশাপাশি ফুটসাল দল নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ করিম। আঞ্চলিক সাফল্যের পাশাপাশি বাফুফের চোখ এখন এশিয়ার দিকেও।

এফএস