রাফিনহা-ইয়ামালদের দুর্দান্ত গোলে ফের শীর্ষে বার্সেলোনা

জয় উদযাপন করছেন বার্সেলোনার খেলোয়াররা
জয় উদযাপন করছেন বার্সেলোনার খেলোয়াররা | ছবি: এখন টিভি
0

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান হারানোর একদিন পরই ফের এক নম্বরে বার্সেলোনা। রাফিনহা-ইয়ামালদের গোলে ওভিয়েদোকে হারিয়েছে কাতালান ক্লাবটি। একই রাতে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদও। যদিও দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৭ পয়েন্ট পিছিয়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ঘরের মাঠে প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে প্রথমার্ধ খুব একটা ভালো কাটেনি বার্সেলোনার। পুরো মৌসুমে মাত্র দুই ম্যাচে জয় পাওয়া ওভিয়েদোর সঙ্গে প্রথমার্ধে তেমন লড়াই করতে পারেনি বার্সা।

আরও পড়ুন:

তবে দ্বিতীয়ার্ধে ওলমো, রাফিনহা ও লামিনে ইয়ামালের দুর্দান্ত এক গোলে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। এ জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হানসি ফ্লিকের দল।

সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা অ্যাটলেতিকো মাদ্রিদ রোববার রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে।

এফএস