পার্থে শুরুতে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স। মাত্র ৭ রান করে আউট হন ওপেনার ড্যানিয়াল হিউজ। এরপর ২৪ রান করে করেন ওপেনার স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও দলনেতা মোজেস হেনরিকস। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।
পার্থ স্কর্চার্সের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পেইন। দুটি উইকেট শিকার করেন মাহলি বিয়ার্ডম্যান।
আরও পড়ুন:
মাত্র ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতেই আসে ৮৫ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা।
মাত্র ২২ বলে ৩৬ রান করেন ফেরেন অ্যালেন। ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ রান। এরপর কুপার কনোলিকে নিয়ে জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। ২৯ রানে ইংলিশ ও ২ রানে অপরাজিত থাকেন কনোলি।





