নিহতেরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপুত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতরা হলো, চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশু পুত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশু কন্যা সানজিদা।
আরও পড়ুন:
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বেসিনে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।





