তিনি বলেন, ‘আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটা বিষয় আছে সেটা যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনাই সফল হবে না। অতীতেও বিএনপি প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সেটা হচ্ছে দুর্নীতি। যেকোনো মূল্যে আগামীর বিএনপি সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে বিএনপির কমিটমেন্ট এদেশের মানুষের কাছে।’
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যে সরকার ছিলো তারা দেশকে দুর্নীতিতে নিচের দিকে নিয়ে গিয়েছিলো। ২০০১ সালে যখন খালেদা জিয়া দেশের দায়িত্ব পান তখন ধীরে ধীরে তিনি দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিলেন। কাজেই প্রমাণ হয়েছে দেশের আইনশৃঙ্খলা সবার জন্য সমান। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী। কাজেই দুর্নীতি যেই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে।’





