সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে নাজাম শেঠি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তবে দেখার বিষয়, পাকিস্তান শেষ পর্যন্ত কী করে। ’
পাকিস্তানের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে বলেও মনে করেন তিনি। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
নিরাপত্তাশঙ্কায় ভারতে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ। সেটি মানেনি আইসিসি। এ বিষয়ে শুরুতে জাতীয় দলের কার্যক্রম স্থগিতের ঘোষণাও দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।





