এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।’
আরও পড়ুন:
আসিফ মাহমুদ বলেন, ‘প্রশাসন- নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে।নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়।’
তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।’
এছাড়া, সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশাধিকার দেওয়ার দাবিও জানান তিনি। এসময়, গণভোটের প্রচারণায় ২৭০ আসনে প্রতিনিধির নাম ঘোষণা করে এনসিপি। ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে দলটি ৩০ জেলায় সফর করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।





