বিভক্ত না হয়ে ধানের শীষে কাজ করার আহ্বান কাজী আলাউদ্দিনের

বক্তব্য রাখছেন কাজী আলাউদ্দিন
বক্তব্য রাখছেন কাজী আলাউদ্দিন | ছবি: এখন টিভি
0

নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেলে আশাশুনি উপজেলার গুনাকরকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুল্যা ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী আলাউদ্দিন বলেন, ‘মনোনয়নের আগে সাতক্ষীরা-৩ আসন থেকে বিএনপির হাইকমান্ড আমাকে, ইঞ্জিনিয়ার মুকুল হোসেন ও ডা. শহিদুল আলমকে ডেকেছিলেন। সেখানে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সঙ্গে কাজ করব। দুঃখজনকভাবে একজন প্রার্থী কথা রাখলেও আরেকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে জামায়াতের উস্কানিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ নিশ্চিত। কিন্তু এ আসনে যদি বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত না হন, তাহলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ধানের শীষে ভোট দিয়ে এ আসনটি বিএনপিকে উপহার দিন।’

জনসভায় কুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন (মুকুল)।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, কেন্দ্রীয় কৃষক দলের নেতা আমিনুর রহমান মিনি, উপজেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রবসহ দলীয় নেতৃবৃন্দ।

এএইচ