দেড় বছরে আমি বা আমার লোক চাঁদাবাজি-বাজার দখল করিনি: হাসনাত

জনসংযোগে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ
জনসংযোগে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ | ছবি: সংগৃহীত
0

গত দেড় বছরে আমি কিংবা আমার কোনো লোক চাঁদাবাজি ও বাজার দখল করতে যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে দেবীদ্বার নিউমার্কেট পৌর এলাকা, ভিংলাবাড়ি, মোহনপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি জনসংযোগে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘যারা কর্ম করে খায়, রেমিট্যান্স যোদ্ধা, মেহনতি মানুষ এবার তাদের থেকে নেতা নির্বাচিত হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এক কেজি আলু কিনতে যতটা সচেতন থাকি; পাঁচ বছরের নেতা নির্বাচন করতে আমরা ততটা সচেতন না। এবার সচেতন হতে হবে। এবারের প্রথম ভোট আপনাদের সন্তানের পক্ষে হোক।’

সমাবেশে আগতদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনারা আজাদীর জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য, ঋণখেলাপিদের না বলার জন্য এসেছেন। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা।’

এফএস