আ. লীগ নির্বাচনে অংশ না নেয়ায় সবার কাছে ভোট প্রার্থনা করছি: হাবিব

কথা বলছেন হাবিবুল ইসলাম হাবিব
কথা বলছেন হাবিবুল ইসলাম হাবিব | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই সবার প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিএনপি, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দেবার জন্য আহ্বান করেন। তিনি জানান, পূর্বে এমপি থাকাকালে তিনি তালা ও কলারোয়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছিলেন তিনি।

নির্বাচিত হলে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তালাকে পৌরসভা হিসেবে উন্নীত, পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা, তালা বাইপাস সড়ক নির্মাণ, কপোতাক্ষ নদীর ওপর কানাইদিয়া–কপিলমুনি সেতু, একটি আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে।’

তিনি বলেন, ‘যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

আরও পড়ুন:

সমাবেশে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়ার উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

এছাড়াও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রাসের বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এফএস