আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর তিন আসনে গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) ২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সকাল ১০টা থেকে প্রচারণা নেমেছে বিএনপি, এবি পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা।
আরও পড়ুন:
সকালে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এসময় তাকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।
এদিকে, ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচনি প্রচারণা। এসময় তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন।
এবার ফেনীর তিন আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে মোট ২৬ জন প্রার্থী। এর মধ্যে ফেনী-১ আসনে সাতজন, ফেনী-২ আসনে ১১ জন, ফেনী-৩ আসনে আটজন রয়েছেন।





