বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, নিরাপত্তা সংকটের কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এদিকে গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।
আরও পড়ুন:
সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় বেধে দিয়েছে আইসিসি। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ দুপুর তিনটায় এ বৈঠক শুরু হতে পারে বলে জানা গেছে। সেখানে ক্রিকেটারদের বিদ্যমান পরিস্থিতির বিস্তারিত জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়।





