এসময় তিনি বলেন, ‘সবার জন্য ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল ঢাকা-১৫ আসনে জামায়াত ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপি কর্মীরা হামলা করেছে৷ জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর দেশিয় অস্ত্রসহ হামলা চালানো হয়। ১৬ জন গুরুতর আহত হয়েছেন আর ২৫ জন চিকিৎসা নিয়েছেন।’
আরও পড়ুন:
জামায়াত আমির বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরের কায়দায় ভোটের ময়দানকে ওলট-পালট করার চেষ্টা করলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এখনই মামলা মোকদ্দমায় যাবে না জামায়াত।’
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের করা আঙ্গিকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।





