স্থানীয়রা জানান, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। এরপর এগিয়ে সেখানে গেলে রেল লাইন ভাঙা দেখতে পেয়ে রেলওয়ের লোকজনকে খবর দেয়া হয়।
রেলওয়ের লোকজন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরবর্তীতে ভাঙা রেললাইন খুলে মেরামতের কাজ শুরু করা হয়। দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।





