কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিটের শুনানি আজ

মঞ্জুরুল আহসান মুন্সী
মঞ্জুরুল আহসান মুন্সী | ছবি: সংগৃহীত
0

ঋণখেলাপির দায়ে বাতিল হওয়া কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিটের শুনানি হবে আজ (বুধবার, ২১ জনুয়ারি)। সকাল থেকেই কুমিল্লার দেবিদ্বার থেকে শত শত নেতাকর্মী মুন্সীর পক্ষে আদালতের বারান্দায় জড়ো হন।

গতকাল বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সীর রিটের শুনানি হওয়ার কথা ছিলো। সকাল থেকে আদালত প্রাঙ্গনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরবর্তীতে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে বিচারপতি দু'পক্ষের আইনজীবীদের জানান, আজ শুনানি হবে। সেখানে উপস্থিত থাকবেন কেবল আইনজীবীরা।

আরও পড়ুন:

গেল ১৭ই জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপি প্রার্থি মুন্সীর প্রার্থিতা বাতিল করে। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

ইএ